Title
On 23-12-2024, a mobile court was conducted at The Forest Lounge, Satmasjid Road, 10/A, Dhanmondi, Dhaka under the leadership of Mr. Md. Aktaruzzaman, Executive Magistrate.
Details
২৩-১২-২০২৪ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'দ্যা ফরেস্ট লাউঞ্জ, সাতমসজিদ রোড, ১০/এ, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টের রান্নাঘরে আচ্ছাদনহীন অবস্থায় পরিলক্ষিত হয়। দুই প্যাকেট এমডিএইচ কারি মশলা মেয়াদোত্তীর্ণ অবস্থায় মজুদ করতে দেখা যায়। ফ্রিজে গতকালের রান্না করা ভাত ও নুডুলস, সেমি কুকড মুরগী মাংস ও কাকড়া আইটেম কোন প্রকার লেবেল সংযোজন না করেই মজুদ করতে দেখা যায়। খাদ্য কর্মীদের হালনাগাদকৃত স্বাস্থ্য সনদ, হালনাগাদকৃত প্রিমিসেস লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ এর ৩২(ক) ধারা মোতাবেক ২,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকাল জনাব মো: আসলাম উদ্দিন, মনিটরিং অফিসার; জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।