Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
03 organizations fined 04 lakh taka under Safe Food Act in Kishoreganj
Details
০৭/০৩/২০২৫ খ্রি. তারিখে জনাব আরিফুল ইসলাম  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট  বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ এর নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল। উক্ত আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসকে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের  দায়ে ০২ লক্ষ টাকা অর্থ দন্ড, গাঙচিল রেস্তোরাকে লেভেল বিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং  পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, গৌর গোবিন্দ সুইটস কেবিনকে মানব সাস্থ্যের জন্য ক্ষতিকর অনুনোমোদিত রঙ ব্যবহার ও পন্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে  ০১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয় । উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন  পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
Images
Attachments
Publish Date
07/03/2025
Archieve Date
31/01/2028