Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Pure Food Court raids Bhairab, Kishoreganj, fines Tk. 4 lakh
Details

১৫/০২/২০২৫ খ্রি. তারিখে জনাব আরিফুল ইসলাম  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট  বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ কর্তৃক নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।উক্ত আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ  জেলার  ভৈরব উপজেলায় অবস্থিত  খাজা বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ক্ষতিকর কৃত্তিম রঙ মেশানো ও লেভেলে মিথ্যা তথ্য প্রদানের দায়ে ০২ লক্ষ টাকা অর্থ দন্ড, তালুকদার ফুড প্রোডাক্টস এবং মোল্লা ফুড প্রোডাক্টস্কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং রশিদ সংরক্ষণ না করার দায়ে ০১ লক্ষ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। মুন্না ফুড প্রোডাক্টস অভিযানকালে আদালতকে অসহযোগিতা এবং ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করার কারণে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। অভিযানকালে উপস্থিত ছিলেন র‍্যাবের ভৈরব ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি নোমান আহমেদ। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

Attachments
Publish Date
15/02/2025
Archieve Date
31/03/2029