০৮/০৩/২০২৫ খ্রি. তারিখে জনাব আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল। উক্ত আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে যথাযথভাবে মোড়কীকরণ ব্যাতিরেকে পন্য উৎপাদনের দায়ে ০২ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়া করিমগঞ্জ উপজেলার বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয় এবং খাদ্যকর্মীদের মাঝে লিফলেট, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস